Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

সিটিজেন চার্টার
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
হর্টিকালচার সেন্টার, চুয়াডাঙ্গা।


১। স্থানীয় চাহিদা, পার্শ্ববর্থী জেলা ও দেশের অন্যান্য অঞ্চলের চাহিদা মাফিক উন্নত জাতের ও মানের ফল, ফুল, সবজী এবং
    মসলার চারা/কলম/বীজ উৎপাদন ও বিতরণ।
২। চুয়াডাঙ্গা ও এর পার্শ্ববতী এলাকার ফল, ফুল ও সবজী চাষীদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান।
৩। অগ্রহী ফল, ফুল ও সবজী চাষী বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী এবং শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দকে
     ফল, ফূল ও সবজী চাষে উদ্বুদ্ধকরণ ও শিক্ষা দান।
৪। জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচী বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় চারা/কলম উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ।
৫। উদ্যান বিষয়ক বিভিন্ন প্রযুক্তি হাতে কলমে প্রদর্শন এর্ব সম্প্রসারণের ব্যবস্থা করা।  
৬। সরকার কর্তৃক বিভিন্ন সময়ে গৃহীত প্রকল্প বাস্তবায়নের কার্যকরী ব্যবস্থা গ্রহন।
৭। নতুন উদ্ভাবিত ফলের জাত সংগ্রহ করে মাতৃবাগান সৃজন করা  ও চারা/কলম তৈরী।
৮। ফল উৎপাদনে আগ্রহী করার জন্য চাষী পর্যায়ে উৎসাহমুলক পরামর্শ প্রদান।
৯। নতুন কলাকৌশল বৃদ্ধির মাধমে ফল, ফুল সবজী ও মসলার চারা/কলমের  উৎপাদন বৃদ্ধি করা।
১০। উন্নতমানের ফলের চারা/কলম ও বীজ উৎপাদন স্বল্প মূল্যে কৃষকদের মাঝ বিতরণ করা।
১১। ফল, ফূল, সবজী ও মসলা উৎপাদনের বিষয়ে  কৃষকদের কারিগরি সহায়তা প্রদান করা।
১২। নতুন মাতৃবাগান তৈরী করে  দেশী/বিদেশী ফলের উন্নতমানের জাত সমুহের চারা/কলম সরবরাহ করা।
১৩। জিও, এনজিও কোলাবোরেটিভ কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ফল উৎপাদন বৃদ্ধির উদ্দোগ গ্রহন করা।
১৪। উদ্যান ফসলের পরিসংখ্যান তৈরী, মনিটরিং এবং কৃষকদের চাষ সংক্রান্ত আগাম অবহিত করণ।